ক্যারিবিয়ানদের দলীয় ৫৫ রানের সময় এলবিডাব্লিউয়ের মাধ্যমে প্যাভিলিয়নে ফিরে গেইল। দলের প্রত্যাশা কার কাছে আরো বেশি থাকলেও গেইলের ব্যাট থেকে এলো ৩৮ বলে মাত্র ২৯ রান।
এর কিছুক্ষণ পরই সাকিব আল হাসানের বল থেকে ক্যাচ শাই হোপের ছোট্ট ক্যাচ পান সাব্বির রহমান। তাতেই উঠে আসে আসরের ৩য় উইকেট। শাই হোপ ৪৩ বলে ২৫ রান করেন।
ক্যারিবিয়দের হয়ে এখন মাঠে ব্যাট করছেন শিমরন হ্যাটমায়ার এবং জেসন মোহাম্মদ। তিন উইকেট হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ২১ ওভারে ৮৭ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।
টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফর্মে ফিরেছে বাংলাদেশ টিম। একইসঙ্গে আজই সিরিজ নিজেদের করে নিতে জয়ের জন্য বেশ ফুরফুরে মেজাজেই ক্যারিবীয়দের মোকাবেলা করছে মাশরাফির দল।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস