সৌম্য সরকার-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
ঢাকা: ব্যাটে রানের ফুলঝুরি নেই বহুদিন হলো। তবুও তার প্রতি নির্বাচকরা আস্থা রাখছেন। কারণটাও পরিষ্কার। বিদেশের আবহাওয়ায় যে কোনো মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন সৌম্য সরকার। বাংলাদেশের যে কজন মুষ্টিমেয় ব্যাটসম্যান অপার প্রতিভাধর বলে বিবেচিত সৌম্য তাদের ভেতরে অন্যতম। কিন্তু সেই প্রতিভার প্রমাণ যখন তিনি ২২ গজে দিতে ব্যর্থ হন তখনই তাকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠে।
নির্বাচকদের জর্জরিত হতে হয় প্রশ্নবানে। তাদের সময় চলে যায় এই ব্যাখ্যা দিতে দিতেই কেন তাকে দলে রাখা হচ্ছে?
'বিদেশে সে আগে যথেষ্ট ভালো খেলেছে।
বাউন্সি উইকেটে স্কয়ারে অব দ্যা উইকেটে সে ভালো খেলে। যদিও গত আট মাস ধরে সে রানে নেই, যা আমাদের যথেষ্ট ভুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেট আর ফ্লোরিডার উইকেটও একটু গতিময়। এই জন্যই টিম ম্যানেজমেন্ট তাকে দলে চাইছে। ' বলছিলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টিম ম্যানেজমেন্ট যে তার প্রতি আস্থা হারাচ্ছেন না তার বড় প্রমাণ আসন্ন আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের টি-টোয়েন্টি সিরিজে তাকেই অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ শেষ করে সেখানে দলের সাথে যোগ দেবেন এই টাইগার ওপেনার।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।