ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেল স্টেইনের অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
ডেল স্টেইনের অবসরের ঘোষণা ডেল স্টেইন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই নিয়মিত ইনজুরিতে পড়ছেন। প্রতিবার ইনজুরিতেই ছিটকে যেতে হচ্ছে লম্বা সময়ের জন্য। ক্রিকেটকে সময় দিতে পারছেন না নিজেরমতো। তাই সবদিক বিবেচনা করেই সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন।

তবে এখনই নয়, তার এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর। অবসরের প্রসঙ্গে তিনি বলেন, আমি চেষ্টা করবো ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপটা (ওয়ানডে) খেলার।

 কিন্তু এরপর আমি আর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টিতে) ক্রিকেটে নিজেকে দেখছি না।  পরের বিশ্বকাপ আসতে আসতে আমার বয়স ৪০ হয়ে যাবে।  তখন আরও সম্ভব হবে না, নিশ্চয়ই।

তবে লাল বলের ক্রিকেট আরও কিছুদিন চালিয়ে যাবেন এমনটাও জানিয়েছেন।  শরীর যতদিন সঙ্গ দেবে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন।

এ প্রসঙ্গে স্টেইন বলেন, যখন টেস্টের কথা আসছে, তখন বলবো আমি যতদিন পারি খেলতে চাই। আমি শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে ফিরতে পেরেছি।  কেপটাউনে ভারতের বিপক্ষে খেলতে নেমে কাঁধের ইনজুরিতে পড়েছিলাম।  এখন ভালোই আছি।

টেস্ট ক্রিকেট দিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ওঠে স্টেইনের।  এ পর্যন্ত ৮৮ টেস্টে নিয়েছেন ৪২১ উইকেট, ১১৬ ওয়ানডেতে ১৮০ উইকেট ও ৪২ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট রয়েছে ৩৫ বছর বয়সী প্রোটিয়া এ গতি তারকার।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।