ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের সুযোগ দেখছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
সিরিজ জয়ের সুযোগ দেখছেন মিরাজ মেহেদি হাসান মিরাজ। ছবি: শোয়েব মিথুন

হাতের নাগালে আসা সুযোগ হারালেও সিরিজ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের আশা দেখছেন তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট কিটসের ম্যাচের আগে নিজের দল নিয়ে বেশ আশাবাদী মনে হয়েছে মেহেদিকে। যা তার কণ্ঠেও বেশ স্পষ্ট ফুটে উঠেছে।

তিনি বলেন, আমাদের অবশ্যই সুযোগ ছিল। এখনও আমরা সিরিজটা বের করে আনতে পারিনি। কিন্তু এখনও সুযোগ আছে। আরেকটি সুযোগ আছে। যদি ভালো খেলতে পারি তবে সিরিজটা জিতবো।

সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে এসেও মাত্র তিন রানে হারতে হয়েছে মাশরাফিদের। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ফাইনাল। নিজেদের ভুলেই দ্বিতীয় ম্যাচে জয়ের সুযোগ হারিয়েছে টাইগাররা, এমনটা মনে করে মেহেদি বলেন, আমাদের অবশ্যই সুযোগ ছিল।

তবে শনিবার (২৮ জুলাই) শেষ ম্যাচে স্বাগতিকদের সুযোগ বেশি থাকলেও নিজেদের একেবারে পিছিয়ে রাখছেন না ২০ বছর বয়সী এই স্পিনার। বলেন, আমরা যদি ভালো খেলতে পারি তবে সিরিজটা জিতবো।

শেষ ম্যাচের উইকেট সম্পর্কে কিছুটা ধারণাও নিয়েছেন জানিয়ে তিনি বলেন, উইকেট দেখেছি। আল্লাহ সব কিছু ঠিক রাখলে আমরা ভালো কিছু করবো। আমি প্রথম এখানে খেলতে এসেছি। দলে এখানে খেলার অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করি সব মিলিয়ে ভালোই হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমকেএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।