ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট কিটসের ম্যাচের আগে নিজের দল নিয়ে বেশ আশাবাদী মনে হয়েছে মেহেদিকে। যা তার কণ্ঠেও বেশ স্পষ্ট ফুটে উঠেছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে এসেও মাত্র তিন রানে হারতে হয়েছে মাশরাফিদের। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ফাইনাল। নিজেদের ভুলেই দ্বিতীয় ম্যাচে জয়ের সুযোগ হারিয়েছে টাইগাররা, এমনটা মনে করে মেহেদি বলেন, আমাদের অবশ্যই সুযোগ ছিল।
তবে শনিবার (২৮ জুলাই) শেষ ম্যাচে স্বাগতিকদের সুযোগ বেশি থাকলেও নিজেদের একেবারে পিছিয়ে রাখছেন না ২০ বছর বয়সী এই স্পিনার। বলেন, আমরা যদি ভালো খেলতে পারি তবে সিরিজটা জিতবো।
শেষ ম্যাচের উইকেট সম্পর্কে কিছুটা ধারণাও নিয়েছেন জানিয়ে তিনি বলেন, উইকেট দেখেছি। আল্লাহ সব কিছু ঠিক রাখলে আমরা ভালো কিছু করবো। আমি প্রথম এখানে খেলতে এসেছি। দলে এখানে খেলার অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করি সব মিলিয়ে ভালোই হবে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমকেএম/এএ