নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পিটিআই-কে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে হবে। আর ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া পাকিস্তানের ভবিষ্যৎ এ ‘কাণ্ডারিকে’ ক্রিকেট মাঠের মতোই রাজনীতির মাঠেও সঠিক ও জোরালো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন।
ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানে আজহার বলেন, অধিনায়ক হিসেবে মাঠে তার সিদ্ধান্তগুলো ছিলো বেশ ইতিবাচক, সাহসী ও জোরালো। এখানেও দেশের জন্য তার তেমন কিছুই করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী ঘটে। ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া ও দেশের নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ ভিন্ন। তাই আমাদের অপেক্ষা করা প্রয়োজন তিনি এখানে কী করেন।
‘প্রথমত তার দেশে (পাকিস্তান) অনেক সমস্যা রয়েছে। তাকে সেগুলো সমাধানে নজর দিতে হবে। এরপরই তিনি অন্যান্য সমস্যায় চোখ দিতে পারবেন। ’
আজহার উদ্দিন বলেন, ‘আমাদের সময়কার খুব জনপ্রিয় তারকা ছিলেন ইমরান। ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটে স্মরণীয় এক বিষয়। বিশ্ব ক্রিকেটে ওর (ইমরান) কথার ওজনও ছিল অনেক। ওর প্রশংসা পেলে তরুণ ক্রিকেটারদের ক্যারিয়ার পাল্টে যেতো। সেটা প্রতিপক্ষের বোলার হলেও। ৯২’র বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আমি ইমরানের করা বল বাউন্ডারি হাঁকিয়ে রান করেছিলাম। তারপরও সে স্লেজিং করেনি। বরং প্রশংসাই করেছিলেন।
পাশাপাশি নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইমরান খানকে অভিনন্দন জানাতে ভোলেননি মিডল অর্ডার ব্যাটসম্যান আজহার উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমকেএম