বিশ্বরেকর্ড হলো সাকিব-তামিম জুটিতে-ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজটি তামিম ইকবালের স্বপ্নের মতোই কেটেছে। দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। তাকে দারুণ সঙ্গ দিয়ে তিন ম্যাচেই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন সাকিব আল হাসান। আর এই তিন ম্যাচ মিলিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে মোট ৩৮৫ রান যোগ করে দু’জনে গড়েছেন বিশ্বরেকর্ড।
সিরিজের উদ্বোধনী ম্যাচে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ ও দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব-তামিম। দ্বিতীয় ম্যাচে রানের ধারাবাহিকতা বজায় রাখেন তারা।
আসে ৯৭ রানের জুটি। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা তোলেন ৮১ রান।
এই তিন ম্যাচ সিরিজে মোট সাকিব-তামিম জুটি মোট ৩৮৫ রান করেছেন। তিন ম্যাচ সিরিজে কোনো নির্দিষ্ট জুটির এটিই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জুটিতে ৩৭২ রানে রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।