ক্যারিবীয় সফরটি অবশ্য বাংলাদেশের বাজেই হয়েছিল। দুই ম্যাচ টেস্ট সিরিজে একেবারে নাকানিচুবানি খেয়ে হোয়াইটওয়াশ।
এবার টাইগারদের সামনে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যেখানে প্রথমটি ক্যারিবীয়ান অঞ্চলে হলেও পরের দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আর এই সিরিজে ম্যাশ না থাকলেও আত্মবিশ্বাস নিয়েই লাল-সবুজের দল খেলতে নামবে বলে তার বিশ্বাস। পাশাপাশি এও জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নবীনতম ফরম্যাটে খুব কঠিন দল।
মাশরাফি বলেন, ‘ক্রিকেট হচ্ছে মেন্টাল খেলা। তবে ছেলেরা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে, কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচ হারের পরও ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা ভালো খেলছিল এবং জুনিয়রদেরও সেরাটা দেয়ার সময় এসেছে। বোলাররা তিনটি ম্যাচেই ভালো করে, সুতরাং আমাদের এখন টি-২০ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে হবে। কেননা ওয়েস্ট ইন্ডিজ টি-২০’তে সেরা দল। ’
আগামী ৩১ আগস্ট সেইন্ট কিটসে সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস