তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। সিরিজ শুরুর আগে যা ছিল ৯৩।
যদিও আইসিসি এখনো তাদের র্যাংকিং হালনাগাদ করেনি তবে সিরিজ প্রিভিউতে আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং হবে ৯৫, ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২। দ্বিতীয় ওয়ানডে শেষে আইসিসির হালনাগাদে বাংলাদেশ ছিল ৯১ রেটিং পয়েন্টে। তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের পর তা বেড়ে হয়েছে ৯২।
দলীয় ওয়ানডে র্যাংকিংয়ের ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ইংল্যান্ড। তাদের পরেই অবস্থান করছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেএম