র্যাংকিংয়ে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের উন্নতি হয়েছে। তিন ম্যাচে তিনি মোট ২৮৭ রান করে সিরিজের সেরা তামিম ইকবাল।
অলরাউন্ডার সাকিব আল হাসান ৯৭, ৫৬ ও ৩৭ রানের সুবাদে তিন ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম অবস্থানে উঠেছেন। মাত্র দুই উইকেট নেওয়ায় বোলারদের তালিকায় তার তিন ধাপ অবনতি হয়েছে। তবে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে আছেন তিনি।
এই সিরিজে সেরা উইকেটশিকারি বোলার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মোট সাতটি উইকেট শিকার করেছেন। আট ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় তিনি নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ১৯তম অবস্থানে আছেন।
অন্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ চার ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় ৩৮তম অবস্থানে উঠে এসেছেন। তার পয়েন্ট ৫৭৫। ওয়ানডে ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের এটিই সর্বোচ্চ পয়েন্ট।
অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। এক ধাপ নেমে তিনি এখন আছেন ২২তম অবস্থানে। এছাড়া দুই ধাপ উন্নতি করে ১৭তম অবস্থানে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমকেএম