চার ভেন্যুর তিনটিতে নিয়মিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও এমএ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনিমিয়ত। বলতে গেলে ক্রিকেটের জন্য অনুপযোগি।
এখনও মাঠটি প্রস্তু নয়। তবে প্রস্তুতির কাজ খুব শিগগিরই শুরু হবে সোমবার (৩০ জুলাই) বিসিবির নিজ কার্যালয়ে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন।
এশিয়ার ৮টি দেশের অংশগ্রহনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট শেষ হবে ৭ অক্টোবর। আয়োজক বাংলাদেশ ছাড়া এই আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো টুর্নামেন্টে অংশ নেবে।
এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে লাল সবুজের যুবারা। প্রথম ধাপের প্রস্তুতি শুরু হয়েছিল গেলো জুনে। তিন সপ্তাহ চলে সেই অনুশীলন। এই মুহুর্তে মিরপুর একাডেমি মাঠে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। চলতি মাসের ৮ তারিখে শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্প শেষ হবে ১০ আগস্ট।
এরপর ঈদ উল আযহার ছুটি শেষে তৃতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে নাভেদ নেওয়াজের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এইচএল/এমকেএম