সেইন্ট কিটসে ৩১ জুলাই (বাংলাদেশ সময় ১ আগস্ট ভোর সাড়ে ৬টা) সিরিজের প্রথম টি-২০’তে ক্যারিবীয় দলে ফিরেছেন চাদউইক ওয়ালটন ও শেলডন কোটরেল।
গেইল ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৪২ রান করেছিলেন।
এদিকে প্রথম ওয়ানডে খেলার পর হ্যামিস্টিংয়ের চোটে পড়েন অলরাউন্ডার রাসেল। তবে টি-২০ সিরিজে তাকে নেয়ার মানে হচ্ছে তার ইনজুরি খুব গুরুতর ছিল না।
সিরিজের পরের দুটি টি-২০ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, শেলডন কোটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাদউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৮
এমএমএস