এই সিরিজে তিনটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও কয়েকটি টি-২০ খেলার কথা রয়েছে। যদিও সূচি এখনও প্রকাশ করা হয়নি।
এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ ব্র্যাকলে বলেন, ‘দিন শেষে আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তবে কোনো সন্দেহ নেই যে, পাকিস্তান হতাশ হয়েছে। তারা নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের মতো বড় দলকে খেলাতে চেয়েছিল। ’
চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডকে নিজ দেশে খেলার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তান আমিরাতেই প্রায় সবকটি হোম সিরিজ খেলেছে। তবে ২০১৫ সালে জিম্বাবুয়ে সীমিত ওভারের একটি সিরিজের সফর করেছিল। আর সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশ একটি টি-২০ সিরিজ খেলে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৮
এমএমএস