দলীয় ৪৩ রানে দারুণ খেলতে থাকা লিটন দাশ ও সাকিব আল হাসানকে পর পর দুই বলে ফেরান কিমো পল। ৬ ওভারের ২য় বলে লিটন ও পরের বলে সাকিব আউট হন।
ইনিংসের প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। অ্যাশলে নার্সের প্রথম বলে দিনেশ রামদিনের কাছে স্টাম্পিং হন তামিম। পরে ৪র্থ বলে বোল্ড হন সৌম্য। দু'জনেই কোনো রান করতে পারেননি।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেইন্ট কিটসে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিং পায় টাইগাররা।
ইনিংসের ১১তম ওভারে দলীয় ১০০ রানের দেখা পায় বাংলাদেশ। টাইগারদের রান বাড়াতে সহায়তা করেন মাহমুদউল্লাহ। তবে আগের ওভারেই কেসরিক উইলিয়ামসের বলে ১১ বলে ১৫ করে ফেরেন মুশফিকুর রহিম।
ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ করে মাহমুদউল্লাহ বিদায় নেন। দলীয় ১২৫ রানে তিনি কেসরিক উইলিয়ামসের বলে বোল্ড হন। ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এর আগে আন্দ্রে রাসেলের বলে ১৫ রানে বোল্ড হন আরিফুল হক।
পরে মেহেদি হাসান ১১ ও নাজমুল ইসলাম ৭ রানে উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৮
এমএমএস/এসএইচ/এমকেএম