৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর থেকে প্রথমবারের মতো এক ম্যাচেই দুইবার টস করার রেওয়াজ চালু হতে যাচ্ছে। নতুন এই নিয়মে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারে দ্বিতীয়বার টস করা হবে।
এই নিয়ম ছাড়াও আরও একটি নতুন আইন আনা হচ্ছে সিপিএলে। কোনো দল নির্ধারিত সময়ে ২০ ওভার বোলিং শেষ করতে না পারলে দলের নেট রানরেট একটি নির্দিষ্ট হারে কমিয়ে দেওয়া হবে। ফলে প্লে-অফের দৌড়ে পিছিয়ে যাবে ওই শাস্তি পাওয়া দলটি।
পাঁচটি আসর চলে গেলেও সিপিএল নানান রকম সমালোচনায় পড়তেই থাকে। এর আগেও স্লো ওভার রেট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তাই ষষ্ঠ আসর শুরুর আগেই নিজেদের আইনগুলো ঝালাই করে নিচ্ছে উইন্ডিজ বোর্ড।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এমকেএম