ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর ওয়ানডে জিতে নেপালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
রোমাঞ্চকর ওয়ানডে জিতে নেপালের ইতিহাস ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে ১ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথম জয় তুলে ইতিহাস গড়লো নেপাল। আইসিসি কতৃক ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে এশিয়ার দেশটি। এছাড়া দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধান নিয়েই শেষ করলো পরশ খাড়কার নেতৃত্বে দলটি।

আমসটেলভিনে টসে জিতে নেপাল প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান সোমপাল কামি।

এছাড়া ৫১ রানে আসে অধিনায়ক খাড়কার ব্যাট থেকে। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন ফ্রেড ক্লাসেন।

জবাবে ব্যাট করতে নেমে নেপাল বোলারদের তোপে পড়ে নেদারল্যান্ডস। আর ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২১৫ রানে বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৭১ রান করেন ওয়েসলি বারেসি। নেপাল বোলারদের মধ্যে ৩ উইকেট পান এরইমধ্যে তারকা খ্যাতি পাওয়া স্পিনার সন্দিপ লামিচান।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।