ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার আবু ধাবিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ মুশফিকুর রহিমের ৯৯ রানের সুবাদে ২৩৯ রান সংগ্রহ করে। তবে জবাব দিতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি।
এদিন বাংলাদেশ একজন নিয়মিত বোলারকে না নিয়েই মাঠে নামে। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিচক্ষণ নেতৃত্বে ম্যাচে এর কোনো বাজে প্রভাব পড়েনি। তিনি নিজেসহ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। মজার ব্যাপার কোনো বোলারের ইকোনোমি ৫-এর ঘরে যায়নি।
৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। আর ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন মিরাজ। রুবেল, মাহমুদউল্লাহ ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন। মাশরাফি উইকেট না পেলেও ইকোনোমি ঠিক রাখেন।
ম্যাচ শেষে পর্যালোচনায় বসে ক্রিকইনফো টিম। যেখানে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। এ সময় তিনি একেধারে বাংলাদেশি বোলারদের প্রশংসা করে গেছেন।
মাঞ্জরেকার শুরুতেই মুশফিকের অন্যবদ্য ব্যাটিংয়ের তুলনা টেনে জানান, তার কারণেই বাংলাদেশ ভালো সংগ্রহ পেয়েছে। পরে বোলারদের সম্পর্কে বলেন, ‘দেখুন তাদের কতগুলো কোয়ালিটি বোলার। মেহেদি হাসান দুর্দান্ত অফস্পিন, রুবেল সে হয়তো সবার নজর কাড়তে পারেনি তবে শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছে। সৌম্য সরকার বাউন্সি বোলিং করে উইকেট পেয়েছে। মোস্তাফিজুর শুরুতেই দুটি উইকেট তুলে নিয়েছে। বিশেষ করে বাবর আজম ও সরফরাজ আহমেদের মতো উইকেটগুলি। ’
‘তাদের বোলিং অ্যাটাক দেখুন। দলে ছিল না সাকিব আল হাসান। কিন্তু মাশরাফি দারুণভাবে সব গুছিয়ে নিয়েছে। মাহমুদউল্লাহ’র অসাধারণ টুর্নামেন্ট কাটছে, সে ভালো বলও করছে। অবশ্যই বাংলাদেশকে ক্রেডিট দিতে হবে। তারা এমন বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানকে আটকে দিয়েছে। ’-যোগ করেন মাঞ্জরেকার।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস