চলতি এশিয়া কাপেও শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন ম্যাথুস, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বরণ করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লঙ্কানরা। এরপর দেশে ফিরেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এই অলরাউন্ডারকে।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে লঙ্কানদের সেরা ওয়ানডে ব্যাটসম্যান ছিলেন ম্যাথুস। গত ১২ মাসে ১১ ম্যাচে ৪৬৮ রান করেছেন তিনি, গড় ৬৬.৮৫। তার পরে অবস্থান করা উপুল থারাঙ্গার গড় ৩৬.৩৩!
আইসিসি’র ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২৫তম স্থানে থাকা ম্যাথুস সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পাঁচ ওয়ানডে ম্যাচে ২৩৫ রান করেছিলেন, যেখানে শেষ ম্যাচে ৯৭ রানের ম্যাচ জেতানো ইনিংসও আছে।
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে না থাকলেও টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে ম্যাথুসকে। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে কৌশাল সিলভাকে, যিনি ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। ফিরেছেন একই সময়ের মধ্যে মাত্র ২ টেস্ট খেলা মালিন্দা পুস্পাকুমারা।
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, সাদিরা সামারাবিরামা, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, দুশমান্থ চামিরা, লাসিথ মালিঙ্গা, আমিলা আপনসো, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, কুশাল পেরেরা।
ইংল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারাত্নে, কৌশাল সিলভা, কুশাল মেন্ডিস, আঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রাঙ্গানা হ্যারাথ, মালিন্দা পুস্পাকুমারা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, কাসুন রাজিথা, লাহিরু কুমারা (ফিটনেসের উপর নির্ভরশীল), লক্ষণ সান্দাকান, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক)।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএইচএম/এমএমএস