টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তকমা লাগানো ছিল পাকিস্তানের গায়ে। কিন্তু সুপার ফোরে ভারত আর বাংলাদেশের কাছে পরাজয়ে তাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে।
বাংলাদেশের বিপক্ষে ‘ভার্চুয়াল সেমিফাইনাল’ ম্যাচে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। নিজ দেশের খেলোয়াড়দের এমন অসহায় আত্মসমর্পণ করতে দেখে লজ্জিত হয়েছেন আজমল। তিনি বেশ ঔদ্ধত্যের সুরে বললেন, বাংলাদেশের মতো র্যাংকিংয়ে নিচের সারির দল যাদের একসময় অনায়াসে হারিয়ে দিতো পাকিস্তান, তারাই এখন তাদের সহজেই পরাজিত করছে। তার কথা একদিক থেকে সত্য, কারণ সর্বশেষ চার ওয়ানডে ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
তার কথায় ফুটে উঠে অহংকার। তার মতে, একসময় যে দলগুলো পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত, তারা এখন স্পর্ধা দেখাচ্ছে। ‘এসব দল (মূলত বাংলাদেশকে উদ্দেশ্য করেই বলা) আগে পাকিস্তানের নাম শুনলেই ভয় পেতো, তারা এমনকি পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত। আর এখন এসব দলের বোলাররা আমাদের ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছে, যেকোনো কিছুর ভয় দেখাচ্ছে। এমনও দিন এসে গেছে! আমাদের পারফরম্যান্স এতোই বাজে যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখে আমার লজ্জা লাগছে। '
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের এই সাবেক অফ স্পিনার। তার মতে, ভারতের বিপক্ষে শিশুসুলভ খেলা খেলেছে পাকিস্তান।
'ভারতের বিপক্ষে, আমরা তাদের পালিত শিশুর মতো খেলেছি। '
এর আগে, এশিয়া কাপ থেকে পাকিস্তানের বিদায়ে হতাশা ব্যক্ত করেছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে তিনি তার মন্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএইচএম