সাকিব আল হাসান- ছবি: সংগৃহিত
ঢাকা: বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে পাওয়া চোট এশিয়া কাপে তীব্রতর হলে টুর্নামেন্ট শেষ না করেই বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) চোটাক্রান্ত আঙ্গুলে অস্ত্রোপচারের জন্য মেলবোর্ন অথবা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত এদিন তার যাওয়া হচ্ছে না।
সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশ ছাড়বেন সাকিব। তবে আঙ্গুলের অস্ত্রোপচার তিনি কোথায় করাবেন সেবিষয়ে এখনও জানা যায়নি।
সুত্রমতে, ‘আঙ্গুল দেখাতে সাকিব আজ অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। সেখানে চিকিৎসক তাকে কী সিদ্ধান্ত দিয়েছেন আমরা জানি না। অপারেশনের জন্য অস্ট্রেলিয়া না যুক্তরাষ্ট্রে যাবেন তা আগামিকাল জানা যাবে। এবং আগামিকালই তিনি যাচ্ছেন। ’
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএল/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।