ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে যুব এশিয়া কাপের ট্রফি উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
মিরপুরে যুব এশিয়া কাপের ট্রফি উন্মোচন যুব এশিয়া কাপের ট্রফি উন্মোচনে উপস্থিত চার দলের অধিনায়ক-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার থেকে দেশের চার ভেন্যুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পঞ্চম আসর। টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) অংশগ্রহণকারী ৮ দল ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকায় পৌঁছে স্ব স্ব ম্যাচে নিতে অংশ নিতে বাংলাদেশসহ বাকি তিন দল শ্রীলঙ্কা, হংকং ও পাকিস্তান চলে গেছে বন্দর নগরী চট্টগ্রামে।

বাকি চার দল; সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, নেপাল ও ভারতের খেলা সাভারে অবস্থিত বিকেএসপিতে অনুষ্ঠিত হবে, তাই তারা ঢাকাতেই অবস্থান করছে। এই চার দলের অধিনায়কই শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটো সেশনে উপস্থিত হয়েছিলেন।


 
শনিবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে ‘এ’ গ্রুপের খেলায় নেপালের মুখোমুখি হবে ভারত। ৪ নাম্বার মাঠে আফগানদের মোকাবেলা করবে সংযুক্ত আরব আমিরাত।

অপর দুই ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও পাকিস্তান-হংকং।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।