বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
সুত্রমতে, ‘শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ টিম দুবাই থেকে রওনা দেবে।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে শুরুটা উড়ন্তই করেছিলো স্টিভ রোডস শিষ্যরা। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩৬ রানে হারের পর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেও শক্তিশালী ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে ছন্দ পতন হয়।
কিন্তু ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগেনি। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ের পর অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো উঠে যায় এশিয়া কাপের ফাইনালে।
শিরোপা নির্ধারণী ম্যাচে এই মুহুর্তে টাইগাররা ভারতের সঙ্গে লড়ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১২৮ রান।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে মাশরাফিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত দলপতি রোহিত শর্মা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএল/এমএইচএম