ম্যাচে দুর্দান্ত সুচনা করে বাংলাদেশের দুই ওপেনার লিটন ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু দারুণ ছন্দে খেলতে থাকা লিটন টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে হয়তো ম্যাচের ফলাফল অন্য কিছুও হতে পারতো।
লিটনের এমন বীরোচিত ইনিংসের পুরস্কারও তিনি পেয়েছেন। বাংলাদেশ হারলেও ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বার্তায় আইসিসি অভিনন্দন জানিয়েছে লিটনকে।
আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান। ’
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম