চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (২৯ সেপ্টেম্বর) যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ। শুরু থেকেই ছন্দ খুঁজে না পাওয়া যুবারা ৪৬ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে তোলে মাত্র ১৪১ রান।
শুরুতে উইকেট হারিয়ে তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ৩১ বলে করেন ২৪ রান। বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। শামিম হোসেন ২০ ও রিশাদ হোসেন অপরাজিত ১৮ রান।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন শ্রীরত্ন, দুলসান ও ডিএন ওয়েল্লাজে।
১৪২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৮ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যান। তবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ফার্নান্দো এবং সুরিয়াবান্দারা। দলীয় ১১৮ রানের মাথায় লঙ্কানরা চতুর্থ উইকেট হারায়।
মৃতুঞ্জয়ের বলে ৯২ বলে ৩৬ রান করা সুরিয়াবান্দারা ফেরেন। ফার্নান্দো ৯৪ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন দুলিথ।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম