আগে বলের আকার পরিবর্তন করলে আইসিসির নিয়ম অনুযায়ী সেটিকে লেভেল দুই অপরাধ ধরা হত। এই অপরাধের জন্য ৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হত ক্রিকেটারদের।
বল টেম্পারিং অপরাধকে আইসিসি এবার লেভেল তিন অপরাধ বলে গন্য করবে। এই অপরাধে অপরাধীকে ১২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এর পাশাপাশি ৬টি টেস্ট বা ১২টি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ থাকবে ওই ক্রিকেটার।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের এই শাস্তি কার্যকর করা হবে বলে তাদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি।
এছাড়া মাঠে অসভ্য আচরণ কিংবা আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেও কঠিন শাস্তির নিয়ম করেছে আইসিসি৷ সেই সঙ্গে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতেও আসছে পরিবর্তন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম