কিন্তু এতে ‘হতাশা’র কিছু দেখছেন না টাইগার অধিনায়ক। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরার পরই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলে দেন, ‘এটা নিয়ে একেবারে হতাশ নই।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে মাশরাফি লেখেন, ‘নাহ! এবারও হলো না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জিতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘণ্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙ্গা হাত নিয়ে নেমে পড়ে ব্যাটিং করতে একহাতে। ’
টাইগার দলপতি সমর্থকদের দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে বলেন, ‘আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমূল পরিবর্তন করতে পারি। ’
‘শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতবো। দেখা হবে আবার। ’
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম/এমএমএস