এশিয়া কাপ শুরুর আগে ব্যাটসম্যানদের মধ্যে ২২ নম্বরে ছিলেন মুশফিক। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে করেন ৩০২ রান।
কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া তামিম ইকবাল পিছিয়ে গেছেন দুই ধাপ। ১২ থেকে নেমে ১৪তম স্থানে অবস্থান করছেন তিনি। তবুও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে অবস্থান তামিমের।
যথারীতি ব্যাটিংয়ের শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে র্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন এশিয়া কাপে ভারতের নেতৃত্বে থাকা রোহিত শর্মা।
আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজ। টুর্নামেন্টে সব মিলিয়ে ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন মোস্তাফিজ।
এশিয়া কাপ জুড়ে দারুণ পারফরম্যান্সে বোলারদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং নিয়ে তিনি অবস্থান করছেন র্যাংকিংয়ের ১২ নম্বর স্থানে। বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান রয়েছে জাসপ্রিত বুমরাহর দখলে, দুইয়ে রয়েছেন আফগান লেগি রশিদ খান।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম