কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তামিম। সেখানেই উপস্থিত সাংবাদিকদের নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন।
তামিম বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই হয়তো তিনি জানিয়ে দিবেন, কত সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। ’
হিসেবে প্রায় দুই মাস তামিমকে থাকতে হবে মাঠের বাইরে। অর্থ্যাৎ, জিম্বাবুয়ে সিরিজে থাকতে পারবেন না তা বলা অনেকটাই নিশ্চিত। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার।
বাংলাদেশ সময়ঃ ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম