রোহিত অবশ্য ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ছিলেন না। কিন্তু সেখানে খেলেছিলেন ধাওয়ান।
ক্যারিবীয় সিরিজে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের দুই ফাস্ট বোলার ভুবেনশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহকে। আর ঘরোয়া ক্রিকেটে ভালো করে সুযোগ পেয়েছেন পৃথ্বী শাও, মায়াঙ্ক আগারওয়াল ও মোহাম্মদ সিরাজ।
ভারত সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৪ অক্টোবর রাজকোট টেস্ট দিয়ে সিরিজ শুরু হচ্ছে। হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১২ অক্টোবর।
ভারতীয় টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শাও, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ প্যান্ত, রবিচন্দ্র্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এমএমএস