বোঝাই যাচ্ছে প্রথম তিনজন দেশি ও শোয়েব মালিককে বিদেশি কোটায় রাখা হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলীয় সূত্র সোমবার (১ অক্টোবর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
চলতি মাসের ২৫ অক্টোবর বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দল গুলো। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিপিএল দলগুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার কথা ছিল।
এদিকে জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস