ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের ৮৯ রানের টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
টাইগ্রেসদের ৮৯ রানের টার্গেট দিল পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান-ছবি: সংগৃহীত

টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের সামনে ৮৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

আগের দিনের মতোই বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হতে দেরি হলেও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (৩ অক্টোবর) ম্যাচ ঠিকই মাঠে গড়িয়েছে। তবে প্রতি ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছে ১৪ ওভারে।

 

আর তাতে টসে হেরে ফিল্ডিং করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৮৮ রানেই পাকিস্তানের ইনিংস আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। উইকেট ফেলেছে ৫টি।

বোলিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের ওপেনার আয়েশা জাফরকে (৭) রান আউট করে দেন বাংলাদেশের জাহানারা আলম। এরপর ৪১ রানের জুটি গড়েন পাকিস্তানের দুই ব্যাটসম্যান নাহিদা খান (১৮) ও জাভেরিয়া খান (২৫)। জাভেইরাকে আউট করে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান লতা মণ্ডল। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে নিজের বলে নিজেই ক্যাচ ধরেন লতা।

পাকিস্তানের দলীয় ৫৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটান নাহিদা আক্তার। এরপর পাকিস্তানের দলীয় ৬০ রানে নিদা ধরকে (৭) ফেরান নাহিদা আক্তার আর মুনিবা আলীকে বোল্ড করে পঞ্চম উইকেটের পতন ঘটান জাহানারা আলম। শেষ পর্যন্ত নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ৩ ওভারে ১৯ রানে ২ উইকেট নেওয়া নাহিদা আক্তার। ১টি করে উইকেট তুলে নিয়েছেন জাহানারা আলম আর লতা মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।