রাজশাহীতে জাতীয় লিগের প্রথম পর্বে জোড়া সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। আগের দিন ১০৪ রান করেছিলেন, তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন ঠিক ১০০ রানে।
তুষার ইমরানের রেকর্ড গড়ার দিনে রাজশাহীর বিপক্ষে লড়াই করার সুযোগ পেয়েছে খুলনা। এর আগে মিজানুর ও জহুরুল ইসলামের সেঞ্চুরির উপর ভর করে ৫৫২ রানের বিশাল স্কোর গড়ে রাজশাহী। জবাবে ৩৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তুষারের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে খুলনা।
গত বিসিএলে ৬ ম্যাচে ৪ সেঞ্চুরি, ৩ ফিফটিতে ৯০.৬২ গড়ে ৭২৫ রান করা তুষার ১২টি চার ও ১ ছক্কার মারে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার এমন ইনিংস আবারও এই প্রশ্ন তুলে দিয়েছে, একটু আগেভাগেই কি তাকে দলে ব্রাত্য করে দিয়েছেন নির্বাচকরা?
জাতীয় লিগে আজ রেকর্ড গড়েছেন রনি তালুকদার ও আবদুল মজিদও। ফতুল্লায় ২২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আবদুল মজিদের সঙ্গে ওপেনিং জুটিতে রেকর্ড ৩৫০ রানের জুটি গড়েছেন রনি। এই দুজনের দুর্দান্ত জুটি ঢাকাকে দিন শেষে ৩৮৫ রান এনে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএইচএম