টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া। ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি দাঁড় করিয়েই জিম্বাবুয়েকে সমস্যায় ফেলে দেয় দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ২০ বলে ৩৪ আর ডেভিড মিলারের ৩৪ বলে ৩৯ রানে লড়াকু সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট নিলেও ৪ ওভারে ৩৭ রান দেন কাইল জারভিস। এছাড়া ২টি উইকেট নেন ক্রিস্টোফার এমপুফু।
জবাব দিতে নেমে ইমরান তাহিরের ঘূর্ণির সামনে বেশ বিপদেই পড়ে যায় জিম্বাবুয়ে। ১১ রানেই হারিয়ে ফেলে ৩টি উইকেট। আর এই তিন উইকেটই নেন তাহির। শুরু এই ধাক্কা সামলে ওঠা আর সম্ভব হয়নি সফরকারিদের।
কিছুটা ঝড়ো ব্যাট চালিয়ে পিটার মুর চেষ্টা করলেও দলকে জয়ের কিনারে পৌঁছাতে পারেননি। ২১ বলে ১ চার আর ৫ ছক্কায় ৪৪ রান করেন তিনি। কিন্তু বাকিদের ব্যর্থতায় দল পেরে ওঠেনি।
ইমরান তাহির ৪ ওভার বল করে ২৩ রানে ৫টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন জুনিয়র দালা আর আন্দেলো ফেহলুখায়ো।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমকেএম/এমএমএস