অবিশ্বাস্য টার্গেটে খেলতে নেমে শুরুটা প্রথম ইনিংসের মতো ভালোই করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। ৮৭ রানের জুটি গড়েন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা।
পরে জ্বলে ওঠা পাকিস্তান পেসার আব্বাস দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শকে শূন্য রানে ফিরিয়ে স্বাগতিকদের এগিয়ে রাখেন। সেই ৮৭ রানেই ৩ উইকেটের পতন হয় অজি শিবিরে। দিনের বাকি সময়টা অবশ্য খাজা ও ট্রাভিস হেড আর কোনো বিপদ হতে দেননি। হাফসেঞ্চুরি (৫০) তুলে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান খাজা। আর ৩৪ রানে হার না মেনে মাঠ ছাড়েন হেড।
এর আগে দিনের শুরুতে ৪৫ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে। পরে ৬ উইকেট হারিয়ে ১৮১ করলে ইনিংস ঘোষণা করে তারা।
পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৪৮২ রান করলে জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
এমএমএস