আগামি শনিবার (১৩ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ও ২টি চার দিনের ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সংবাদ মাধ্যমকে এসব কথা জানালেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়।
‘যেটা চলে গিয়েছে সেটা বলে লাভ হবে না।
সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাটে-বলে নিজেও ম্যাজিক্যাল কোনো ইনিংস উপহার দিতে পারেননি তৌহিদ। তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে ৩৫ রান। আর নির্বিষ স্পিনে ৪ ম্যাচ থেকে আদায় করে নিয়েছেন মাত্র ২ উইকেট। তাতে হয়তো নিজে নিজেই অনুতপ্ত এই টাইগার যুবা অধিনায়ক। তবে লঙ্কানদের বিপক্ষে আসন্ন এই সিরিজে নিজের সেরাটি দিয়ে এশিয়া কাপের পারফরম্যান্স খেদ তিনি ঘোচাতে চাইছেন।
‘সবারই লক্ষ্য থাকে। আমারও আছে। আমি এশিয়া কাপে খুব একটা পারফর্ম করতে পারিনি। তো আমার ফোকাস এখন নিজের সেরাটা দেওয়ার ও পারফর্ম করার। একজন সিনিয় প্লেয়ার হিসেবে টিম আমার কাছ থেকে অনেক কিছুই আশা করে। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এইচএল/এমএইচএম