মূলতঃ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর বোর্ডের বেশিরভাগ কর্মকর্তারা ম্যাচের সিন সেখানে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সংবাদ মাধ্যমকে বিষয়টি সম্পর্কে জানান বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটি ২১ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ দু’টি ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল এর ষষ্ঠ সংস্করণের খেলা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এইচএল/এমকেএম