শুক্রবার (১২ অক্টবর) দুপুরে এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ করে আইসিসি। চলতি বছরের জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে।
প্রথম প্রকাশিত র্যাংকিংয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। ২৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে তারা। ওয়ানডেতেও সবার উপরে আছে এই দল। মাত্র তিন পয়েন্ট কম নিয়ে (২৭৭) দুই নম্বরে আছে নিউজিল্যান্ড।
২৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এছাড়া প্রথম দশের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ জায়গা পাননি। তবে বোলার র্যাংকিংয়ের ১০ জনের মধ্যে বাংলাদেশের দুই জন জায়গা পেয়েছেন। এরা হলেন রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বর। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমকেএম