সফরের দ্বিতীয় টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের শুরু।
ভারতের স্পিনার কুলদীপ যাদব আর পেসার উমেশ যাদবের কাছে রীতিমত অসহায় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডারকে। তবে সপ্তম উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন চেজ-হোল্ডার। দুজনে মিলে একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। সপ্তম উইকেট জুটিতে তিনবার সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছেন এই দুজন।
দিনের খেলা শেষের ঠিক পাঁচ ওভার আগে উমেশ যাদবের বলে উইকেটরক্ষক রিসাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৯২ বলে ৬ চারে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক হোল্ডার। তবে ১৭৪ বলে ৭ চার আর ১ ছক্কায় ৯৮ রান নিয়ে অপরাজিত আছেন চেজ। তার সঙ্গী দেবেন্দ্র বিশু ২ রান করে অপরাজিত আছেন। দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের বোলারদের মধ্যে উমেশ যাদব আর কুলদীপ যাদব দুজনেই সমান ৩টি করে উইকেট পেয়েছেন। বাকি উইকেটটি অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই কুলদীপের শিকার হয়ে ফিরেছেন।
ভারতীয় বোলার শার্দুল ঠাকুর অভিষেক টেস্টে মাত্র ১০ বল করে ইনজুরির কারণে ছিটকে গেছেন। দ্বিতীয় দিনের খেলায় তাকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
ভারতের সামনে ঘরের মাঠে টানা ১০ম সিরিজ জয়ের হাতছানি অপেক্ষা করছে। এই টেস্ট ম্যাচে জয় পেলেই লক্ষ্যে পৌঁছে যাবে কোহলিবাহিনী।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমএইচএম