ম্যানেজারশিপ ছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ম্যাচ রেফারি। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক পদেও কর্মরত আছেন তিনি।
প্রথমবারের মতো টাইগারদের দায়িত্ব পাওয়া দেবব্রত বলেন, ‘জাতীয় দলের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমারও ভাল লাগছে যে জাতীয় দলের জন্য কাজ করব। এটা একটা গর্বের ব্যাপার। বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। ’
একজন লজিস্টিক ম্যানেজার হিসেবে সিরিজ চলাকালীন মাশরাফি- মুশফিকদের সকল সুযোগ সুবিধাদি দেখভালের দায়িত্বে থাকবেন দেবব্রত।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এইচএল/এমকেএম