মজার ব্যাপার হলো সেই লিটনের ব্যাটেই এশিয়া কাপের ফাইনালে জয়ের স্বপ্ন দেখেছিলো বাংলাদেশ।
ভারতের বিপক্ষে তার করা অভিষেক সেঞ্চুরিটি (১২১ রান) টাইগারদের অনেকটাই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলো।
কাজেই তাকে ছোট ভাবার অবকাশ আক্ষরিক অর্থেই নেই। যেহেতু মাঠের খেলায় পারফরম্যান্সই শেষ কথা। কিন্তু বাস্তবতা হলো এরপরেও নিজেকে বড় মনে করছেন না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবং এশিয়া কাপে ব্যাটে যে ধার তিনি দেখিয়েছেন তা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। ‘এখনও বড় প্লেয়ার হইনি (হাসি)। আমার কাছে এতটা মনে হয় না। কিন্তু আমি চেষ্টা করব, ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত পারফর্ম করার। আমার কাছে মনে হয় প্রতিদিন প্রতিটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। এটা সত্যি, একটি ম্যাচ অনেকের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলতে পারে। কিন্তু আমাকে পরের ম্যাচে কিন্তু আবার শূন্য থেকেই শুরু করতে হবে। আমার চেষ্টা শূন্য থেকে বড় কিছু করা। ওটা নিয়ে এখন আশা করে বা চিন্তা করে কোনো লাভ নেই। ’
মঙ্গলবার (১৬ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে তিনি একথা বলেন।
এশিয়া কাপ থেকে ফিরেই ডাবল সেঞ্চুরি করে বসলেন লিটন। সেটা অবশ্য জাতীয় ক্রিকেট লিগে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের আগের দ্রুততম সেঞ্চুরিরর রেকর্ড ভেঙে করলেন নতুন রেকর্ড। ১৪০ বলে ২শ’। আগেরটি ছিলো ১৯২ বলে।
কি করে সম্ভব হলো? ‘একজন ক্রিকেটার পারফর্ম করলে মাথা থেকে সেই জিনিসটা সরে যায়। ক্রিকেট তো সম্পূর্ণ মানসিকতার খেলা। মানুষ বলে, মন যত পরিস্কার থাকবে তত ভাল খেলবেন। যেহেতু পারফর্ম করিনি, তখন মনে নিজের সামর্থ্যে একটু প্রশ্ন থাকেই। আর পারফর্ম করার পর মানসিকভাবে একটু চাপ মুক্ত হওয়া যায়। এই জন্য হয়তো ভাল হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস