আর এই ইনফেকশন সাকিবকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। এমনকি সাকিব এশিয়া কাপ ফেলে দেশে ফিরেই চিকিৎসকের পরামর্শ না নিলে তার পুরো হাতই নাকি অচল হয়ে যেত! অর্থাৎ, আঙুলের ইনফেকশন পুরো হাতে ছড়িয়ে পড়ে তা অকেজো হয়ে যেত।
এসব বিষয় নিয়ে ফিজিওকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায় দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমর্থকরাও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তা করেনি। বিষয়টি নিয়ে সাকিবও তেমন বাড়াবাড়ি করেননি বরং কী করে দ্রুত সুস্থ হওয়া যায় সেই পথে হাঁটছেন।
সেই থিহানের সঙ্গেই আজ সাকিবকে দেখা গেল। মঙ্গলবার (১৬ অক্টোবর) পড়ন্ত দুপুরে সাকিব বিসিবি মেডিকেলে এসেছিলেন। ঠিক তখনই শের-ই-বাংলায় জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তারই সতীর্থরা।
মেডিকেলে আঙুল দেখিয়ে সাকিব চলে গেলেন ড্রেসিংরুমে। সেখানেই তাকে থিহানের সঙ্গে দেখা গেল। সঙ্গে ছিলেন অধিনায়ক মাশরাফিও।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এইচএল/এমএইচএম