আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে চমক দেখান তাসকিন। কিন্তু বুধবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো প্রথমশ্রেণির ক্রিকেটে পাঁচ উইকেট নেন তিনি।
ঢাকা মেট্রোর হয়ে খেলা তাসকিন চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে বগুড়া স্টেডিয়ামে ২০.৩ ওভার বল করেন। বিনিময়ে ৬৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট। তাসকিনের বলে একে একে আউট হয়ে ফেরেন সাদিকুর রহমান (২), ইয়াসির আলী (২৯), তাসামুল হক (১১৬), মাহিদুল ইসলাম আঁকন (০) ও শাখওয়াত হোসেন (০)।
একই দিনে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক খুলনা ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন সৌম্য। এদিন খুলনা বিভাগের হয়ে ২৪ ওভার হাত ঘুরিয়ে ৬১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন এই অলরাউন্ডার। ইনিংসে ধীমান ঘোষ (৬), রবিউল হক (১২), সাজেদুল ইসলাম (২৯), মোহাম্মদ সাদ্দাম (১) ও সনজিত শাহার (০) উইকেট তুলে নেন সৌম্য। এদের মধ্যে প্রথম চারজনই উইকেটের পেছনে দাঁড়ানো কাজী নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমকেএম/এমএমএস