অবসর প্রসঙ্গে প্রবীণ বলেন, ‘আমার কোনো দুঃখ নেই। আমি নিজের হৃদয় দিয়ে খেলেছি ও বল করেছি।
২০০৭ সালে জয়পুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের মাধ্যমে ভারতের হয়ে অভিষেক হয় প্রবীণের। পরবর্তীতে তিনি নিজেকে জহির খান ও আশিস নেহেরার সঙ্গে পেস বোলিংয়ে প্রতিষ্ঠিত করেন।
অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শিরোপা জিততে দারুণ ভূমিকা রাখেন প্রবীণ।
চোটের কারণে অবশ্য ক্যারিয়ারে অনেক সময় থমকে যেতে হয়েছিল প্রবীণকে। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপও খেলা হয়নি তার ইনজুরির কারণে।
টিম ইন্ডিয়ার ব্লু জার্সিতে ৬৮ ওয়ানডে ছাড়াও ৬টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন প্রবীণ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৮
এমএমএস