রুবেল হোসেন। ফাইল ছবি: শোয়েব মিথুন
গেল কয়েকদিন থেকেই ভুগছেন জ্বরে। সঙ্গে আছে টনসিলের সমস্যা। দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিতে পারেননি। এখনও চলছে অ্যান্টিবায়োটিক। শরীর এখনও পুরোপুরি সামলে ওঠেনি পেসার রুবেল হোসেনের। রোববার (২১ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে কতোটা সুস্থ হতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে!
শনিবার (২০ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কন্ঠেও এই অনিশ্চয়তার কিছুটা আভাস পাওয়া গেল।
বলেন, ‘রুবেল কালকে হাসপাতাল থেকে এসেছে, রিকভারির ব্যাপার আছে।
গায়ে জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে। ওর অবস্থা পর্যবেক্ষণ করছেন ফিজিও, শেষ পর্যন্ত কি হয়। এছাড়া সবাই ভালো অবস্থায় আছে। রুবেল হাসপাতালে ছিল, এছাড়া সম্ভাব্য সেরা দলটাই গড়তে চাই। ’
তবে শেষ পর্যন্ত রুবেল খেলতে না পারলে ভাবা আছে অন্যপথও। দলে থাকা আবু হায়দার রনি ও সাইফউদ্দিনকে তৈরি রাখা হয়েছে। এছাড়া ব্যাটসম্যান আরিফুল হকও মিডিয়াম পেস বোলিংটা ভালই পারেন। তবে শেষ পর্যন্ত একাদশে কে থাকবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমকএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।