এই গল হেরাথের জন্য এক পয়া ভেন্যু। ১৯৯৯ সালে এখানেই তার টেস্ট অভিষেক হয়েছিল।
গল স্টেডিয়াম হেরাথের ক্যারিয়ারের টার্নি পয়েন্টও হয়েছিল। ২০০৯ সালে ৩১ বছর বয়সে পাকিস্তানের লিগ ম্যাচ থেকে ডাক পান। পরে ম্যাচে ১০টি উইকেট নেন তিনি।
৪০ বছর বয়সী হেরাথ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯২ টেস্টে ৪৩০টি উইকেট পেয়েছেন। যেটি তাকে সর্বকালের সেরা উইকেট শিকারিদের তালিকায় ১০-এ রেখেছে। তিনি আর ৫টি উইকেট পেলেই স্যার রিচার্ড হ্যাডলি, স্টুয়ার্ট ব্রড ও কপিল দেবকে হটিয়ে ৭ নম্বরে উঠে আসবেন।
অভিজ্ঞ এ স্পিনার টেস্ট ইনিংসে মোট ৩৪বার ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন। সর্বকালের সেরাদের মধ্যে এই তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। তার আগে আছেন কেবল অনিল কুম্বলে (৩৫), হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও সবার ওপরে থাকা স্বদেশী মুত্তিয়া মুরালিধরন।
১৯৯৯ সালের ২২ সেপ্টেম্বর গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিলে হেরাথের। যেখানে ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন এই তারকা।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৮
এমএমএস