চট্টগ্রাম পৌঁছে একদিনের অনুশীলন শেষে আগামী ২৪ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ২৬ অক্টোবর।
ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।
গেল রোববার (২১ অক্টোবর) মিরপুর শের ই বাংলায় প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস