বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের অপর ৪ প্রতিপক্ষ হলো, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
৯ নভেম্বর গায়নায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের নারী ক্রিকেট দল।
একই ভেন্যুতে ১৪ নভেম্বর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে কোচ আনজু জেইনের শিষ্যরা। ১৮ নভেম্বর দ. আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিও ওই মাঠেই অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদশে দল: সালমা খাতুন, রুমানা আহমদে, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শো রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমনি আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমনি, শায়লা শারমনি, সুলতানা খাতুন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস