ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরোপুরি ফিট নন, তবুও খেলবেন মাশরাফি

মিজানুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
পুরোপুরি ফিট নন, তবুও খেলবেন মাশরাফি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। ছবি: উজ্জ্বল ধর

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: এশিয়া কাপে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা। একই সিরিজে ভারতের যশপ্রীত বুমরাহ’র বলে ডান উরুতেও আঘাত পেয়েছিলেন তিনি।

উরু এবং আঙুলের ব্যথা সারাতে ঢাকায় ফিরে কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে।

তবে এতো কিছুর পরেও বিশ্রাম নিচ্ছেন না ম্যাশ।

বুধবার (২৪ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে ‘ঝুঁকি’ নিয়েই খেলছেন এখনও শতভাগ ফিট না হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেন মাশরাফি।                                          ছবি: উজ্জ্বল ধরমঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে মাশরাফি নিজেই জানালেন তার শরীরের সর্বশেষ অবস্থা। মাশরাফি বলেন, ‘চোটের কারণে খেলার জন্য এখনও শতভাগ সুস্থ নই। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ বিশ্রামের প্রয়োজন। ’

‘তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আমরা সুবিধাজনক অবস্থায় থাকলেও এখনই বিশ্রামে যাচ্ছি না। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডের মধ্যে এ একটি ফরমেটেই আমি খেলি। তাই এ সিরিজটি ‘ম্যানেজেবল’ শরীর নিয়েই খেলবো। তবে এর চেয়ে আরও ভালো ফিটনেস নিয়ে আমি খেলি। ’

‘সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ওয়ানডে খেলার আগেই ৪-৫ সপ্তাহ সময় পাবো। সে সময় বিশ্রামটা নিতে চাই। দলের জন্য শেষটুকু দিয়ে খেলতে চাই। ’ যোগ করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।