উরু এবং আঙুলের ব্যথা সারাতে ঢাকায় ফিরে কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে।
তবে এতো কিছুর পরেও বিশ্রাম নিচ্ছেন না ম্যাশ।
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে মাশরাফি নিজেই জানালেন তার শরীরের সর্বশেষ অবস্থা। মাশরাফি বলেন, ‘চোটের কারণে খেলার জন্য এখনও শতভাগ সুস্থ নই। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ বিশ্রামের প্রয়োজন। ’
‘তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আমরা সুবিধাজনক অবস্থায় থাকলেও এখনই বিশ্রামে যাচ্ছি না। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডের মধ্যে এ একটি ফরমেটেই আমি খেলি। তাই এ সিরিজটি ‘ম্যানেজেবল’ শরীর নিয়েই খেলবো। তবে এর চেয়ে আরও ভালো ফিটনেস নিয়ে আমি খেলি। ’
‘সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ওয়ানডে খেলার আগেই ৪-৫ সপ্তাহ সময় পাবো। সে সময় বিশ্রামটা নিতে চাই। দলের জন্য শেষটুকু দিয়ে খেলতে চাই। ’ যোগ করেন মাশরাফি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআর/টিসি