তবে এতো এতো লোকের ভিড়ে সবার নজর কাড়লেন ৮ তরুণের একটি দল। অন্যরা যখন মাশরাফি-মোস্তাফিজের দুর্দান্ত বোলিং কিংবা লিটন-ইমরুলের নজরকাড়া ব্যাটিংয়ে মজে আছেন, তখন সোহেল, কামরুল, রাব্বি, কামাল, মনির, আবিদ, আরাফাত এবং রাকিবরা ব্যস্ত সময় কাটালেন গ্যালারির ময়লা পরিস্কারে।
বুধবার (২৪ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের সময় গ্যালারিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিরিয়ানির প্যাকেট, পানির খালি বোতল, ব্যবহৃত টিস্যু, কফির কাপ কুড়িয়ে নির্দিষ্ট পলিথিন ব্যাগে রাখছিলেন তারা।
বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এ ৮ তরুণের দলনেতা নগরের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির সোহেল।
সোহেল বাংলানিউজকে বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানে ২০১৬ সালে বিডি ক্লিন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আমরা। এরই অংশ হিসেবে স্টেডিয়াম পরিস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ’
তিনি বলেন, আপাতত ময়লাগুলো দশ-বারোটি নির্দিষ্ট পলিথিন ব্যাগে রাখছি। খেলা শেষে এসব পলিথিন বাইরে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমআর/টিসি/এমএমএস