মুমিনুলের এই সেঞ্চুরির উপর ভর করেই চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যেই মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নেয় চট্টগ্রাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে জয়ের লক্ষ্যে ২০২ রান সামনে রেখে মাঠে নামে বন্দর নগরীর দলটি।
৬২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন মাঠে নামেন কক্সবাজারের ক্রিকেটার মুমিনুল। তার সঙ্গে নামেন ৪৬ রান করা তাসামুল হক।
চতুর্থদিন মাত্র ১০২ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। ১১ চার ও ২ ছক্কার মারে ১১৫ বল থেকে ১১১ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী তাসামুল ১১০ বলে ১৩ চার ও ১ ছক্কার মারে ৮৯ রানে অপরাজিত থাকেন।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ঢাকা বিভাগ থেমে যায় ২৮৮ রানে। চট্টগ্রামের পক্ষে ক্যারিয়ার সেরা ৮ উইকেট নেন নাঈম হাসান। জবাবে চট্টগ্রাম অলআউট হয় মাত্র ২৩৮ রানে। প্রথম ইনিংসে শূন্য রানেই ফিরে যান মুমিনুল।
পঞ্চাশ রান এগিয়ে থীক দ্বিতীয় ইনিংস শুরু করে রাজধানীর দলটি। কিন্তু মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় তারা। ২০২ রানের লক্ষ্য দাঁড়ায় চট্টগ্রামের। মুমিনুল-তাসামুলের ব্যাটে সহজ জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমকেএমে