এভাবে সেঞ্চুরি মিস করে নিশ্চয়ই আক্ষেপে পুড়েছেন লিটন-ইমরুল। আর সুবাস ছড়িয়ে সেঞ্চুরির কাছে গিয়ে তাদের সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ ঝড়ে পড়ল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথায়ও।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ'র লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ৮৩ রানে আর ৯০ রানে আউট। একটু ধৈর্য ধরে খেললে সহজেই ইমরুল ও লিটন সেঞ্চুরি পেতে পারত। ইমরুল ৮০ থেকে ৯০ রানের মধ্যে যে স্টাইলে ব্যাটিং করল, ৯০ থেকে আবারও শট খেলতে গেছে। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো খুব জরুরি।
মাশরাফি বলেন, এ ধরনের ভুল অবশ্যই ইমরুল-লিটন বুঝতে পেরেছে। ওদেরও এ ধরনের আউটে খারাপ লেগেছে। এ ধরনের সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত। আল্টিমেটলি তাদের জন্য এ সুযোগতো আর ফিরে আসবেনা। পরবর্তীতে যেকোনো ব্যাটসম্যানের কাছে এ ধরনের সুযোগ আসলে তারা যেন হাতছাড়া না করেন।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং সহায়ক উইকেট ও রাতের শিশিরের হানা আড়াইশর নিচের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের জন্য। এ দুই ওপেনার আরও একটু ধৈর্য ধরে খেললে ১০ উইকেটে জেতা কঠিল ছিল না বলে মনে করছেন মাশরাফি।
তার মতে, ভারত হলে এ ম্যাচ ১০ উইকেটেই জিতে যেত।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেইউ/টিসি/এমএইচএম